Tuesday, 13 November 2018

World tallest Statue Sardar Vallabhbhai Patel The Statue of Unity


The Statue of Unity


An artist's impression of the 'Statue of Unity’ to honour Sardar Vallabhbhai Patel, India’s first deputy prime minister, will stand at 597ft when completed in 42 months. It is almost 100ft taller than China’s Spring Temple Buddha, the world’s current tallest statue at 502ft. It will be almost twice as high as the Statue of Liberty in New York, which is 305ft. Nelson’s Column in Trafalgar Square stands at 170ft. The memorial will be set on a river island close to the Narmada Dam and will be connected to an amusement park and a garden in Sardar Patel’s honour by a bridge. 
ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী স্যার বল্লভ ভিই প্যাটেল সম্মানিত একটি স্ট্যাচু অফ ইউনিটি একটি শিল্পী এর ছাপ, ৪২ মাসের মধ্যে সম্পন্ন যখন ৫৯৭ ফিট দাঁড়ানো হবে। এটি চীনের বসন্ত মন্দির বুদ্ধের তুলনায় প্রায় ১০০ ফুট লম্বা, বিশ্বের ৫০২ ফুট দীর্ঘতম মূর্তি। নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি হিসাবে এটি প্রায় দ্বিগুণ হবে, যা ৩০৫ ফুট। ট্রাফালগার স্কোয়ারে নেলেসন কলাম ১৭০ ফিট। স্মৃতিসৌধটি নর্মদা বাঁধের কাছে একটি নদী দ্বীপে স্থাপন করা হবে এবং সেতু দ্বারা সরদার প্যাটেলের সম্মানে একটি বিনোদন পার্ক এবং একটি বাগান যুক্ত করা হবে। ]


Today our topic is about the Statue of Unity. In the initiative of our country's Prime Minister Narendra Modi, the statue of Sardar Vallabh Patel was unveiled in Gujarat a few days ago. You might be surprised to hear that at present the Statue of Unity is the world's tallest statue. The height of the Statue of Unity is 182 meters. Where some Indians are proud of the statue, some opposition parties and news channels protested the statue. The Congress and the Left have strongly criticized the statue, why the government's money is being wasted in such a way? The critics of the Statue of Unity are now being silent in the news.
[ আজ আমাদের আলোচ্য বিষয় স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই কিছুদিন আগেই গুজরাটে সর্দার বল্লভ প্যাটেলের মূর্তি উন্মোচন করা হয়। আপনি হয়তো শুনলে অবাক হবেন বর্তমানে স্ট্যাচু অফ ইউনিটি হল বিশ্বের সবথেকে উচ্চতম মূর্তি। স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা হলো ১৮২ মিটার। যেখানে ভারতীয়রা কিছুজন যখন মূর্তি নিয়ে গর্ববোধ করছেন সেখানেই কিছু বিরোধী দল ও নিউজ চ্যানেল এই মূর্তির প্রতিবাদ করেছেন। কংগ্রেস ও বামপন্থীরা মূর্তি নিয়ে কড়া সমালোচনা করেছেন তাদের দাবি সরকারের টাকা এভাবে নষ্ট করা হচ্ছে কেন?স্ট্যাচু অফ ইউনিটি কে নিয়ে এখন যা খবর আসছে তাতে সমালোচনাকারী দলগুলি সবাই নিশ্চুপ হয়ে পড়েছে। ]


On November 31, after the inauguration of the Statue of Unity of Narendra Modi, tourists' crowds have come to see the Statue of Unity from November 1. On November 9th, a crowd of 23,666 people was gathering on Friday. From 1 November to 9 November, there is a crowd of more than 74 thousand tourists. You might be surprised if you hear it, within just a few days, the import of the central government is due to the import of thousands of rupees 84 lakhs. The target is to see the number of crowds growing day by day due to the arrival of the foreign tourists. On Sunday 4 November, more than 1 million tickets have been sold. It is said that the cost of every person to see the statue is 380 taka. 350 per person entry fee, and 30 rupees is the parking price.
 [ ৩১শে নভেম্বর নরেন্দ্র মোদির স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধনের পর ১ই নভেম্বর থেকে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য পর্যটকদের ভিড় জমেছে। ৯ ই নভেম্বর গত শুক্রবার ২৩ হাজার ৬৬৬ জন দর্শকের ভিড় জমেছিল। ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর মোট ৭৪ হাজারেরও বেশি সংখ্যক পর্যটকের ভীড় দেখা দেয়।আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, এই মাত্র কয়েক দিনের মধ্যেই হাজার হাজার পর্যটক এর ভীড়ে দরুন কেন্দ্র সরকারের ১ কোটি ৭৬ লক্ষ ৮৪ হাজার টাকার আমদানি হয়েছে। লক্ষ্য করার বিষয়টি হলো স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য দিন দিন ভীড়ের সংখ্যা বেড়েই চলেছে বিদেশি পর্যটক এর প্রচুর পরিমাণে আগমন ও হচ্ছে। গত রবিবার ৪ই নভেম্বর প্রায় ১৯ লক্ষের বেশি টাকার টিকিট বিক্রি হয়েছে।যেখানে বলা হচ্ছে মূর্তি দেখতে প্রত্যেক জনের খরচা হচ্ছে ৩৮০ টাকা করে । ৩৫০ টাকা প্রতি ব্যক্তির প্রবেশ মূল্য, এবং ৩০ টাকা হচ্ছে পার্কিং মূল্য। ]


Tourists experts are claiming that the government will soon be able to import revenue of Tk 1 crore. It is estimated that the amount of imports will reach up to 3 million in the special season. Since the construction of the Statue of Unity, the number of jobs increased in the state and future vacancies will be increased as the station station will be built near the station station and several Service The government is specially monitoring the traffic control. Now the main goal of the central government is to bring more number of tourists and to get admission in the treasury. Those groups who criticized the images during the unveiling of the statue now have a shadow of silence.
 [ পর্যটক বিশেষজ্ঞদের দাবি খুব তাড়াতাড়ি সরকার ১ কোটি টাকা রাজস্ব আমদানি করতে পারবে। তবে বিশেষ মরশুমে এর আমদানির পরিমাণ ৩ কোটি পর্যন্ত পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে।কেন্দ্র সরকারের তরফ থেকে দাবি উঠেছে স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণের পর থেকে রাজ্যে চাকরির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও চাকরির ভ্যাকেন্সি বাড়বে কারণ স্ট্যাচু অব ইউনিটির কাছাকাছি তৈরি হবে এয়ারপোর্ট স্টেশন ও নানারকম পরিষেবা। সরকার ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষভাবে নজর রাখছে। কেন্দ্র সরকারের এখন এটাই প্রধান লক্ষ্য যে কিভাবে বেশি সংখ্যক পর্যটক কে আনা যায় এবং রাজকোষ ভর্তি করে তোলা যায়। মূর্তি উন্মোচনেরস সময় যেসব দলগুলি সমালোচনা করেছিল তাদের মধ্যে এখন নিশ্চুপের ছায়া পড়ে গেছে। ]



No comments:

Post a Comment