Monday 12 November 2018

2019 Driving licence new rules announcement by Indian Prime Minister


An emergency announcement came out of the center on driving licenses,
If you have a driving license then know

ড্রাইভিং লাইসেন্স নিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে এলো একটি জরুরি ঘোষণা,
 ড্রাইভিং লাইসেন্স থাকলে জেনে নিন

A big announcement has already come out with a driving license from the Modi government. So today, without delay, I have come up with this news for you. If you have an old license or want to get a new license, then this news is completely for you. Wherever it is said, "a country one license" by the central government. The state government has issued this new scheme. This scheme will be issued from July 2019 onwards. Under this scheme, it is being said that a similar license will be issued across the country.

ইতিমধ্যে একটা বড় ঘোষণা মোদি সরকারের পক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বেরিয়ে এসেছে। তাই আজকে দেরি না করে এই নিউজটা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আপনার যদি পুরনো লাইসেন্স আছে বা নতুন লাইসেন্স করাতে চান তাহলে এই খবরটা সম্পূর্ণ আপনার জন্য।যেখানে বলা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে “এক দেশ এক লাইসেন্স”। এই নতুন যোজনা জারি করে দিল রাজ্যমন্ত্রক। ২০১৯ এ জুলাই মাস থেকে জারি করা দেওয়া হবে এই যোজনা। এই যোজনার আওতায় বলা হচ্ছে যে, সারা দেশে একধরনের লাইসেন্স জারি করা হবে।


Besides, there will be a special type of chip in front and back of this license. Now as a chip is installed on the ATM card, driving license chips will be made more convenient. Not only that, the name, address and blood group will also be written in the license. More than that, if the licensee's consumer is able to donate organisms, then it will be mentioned in the driving license if any part of the eye or body wants to donate.As before the driver of another state, in other states, traffic police had to face various problems to get full information from the drivers.

এছাড়া এই লাইসেন্সের সামনে ও পিছন দিকে একটা বিশেষ ধরনের চিপ লাগানো থাকবে। এখন যেমন ATM কার্ড এ একটি চিপ লাগানো থাকে তেমনই ড্রাইভিং লাইসেন্স চিপ লাগিয়ে আরও সুবিধাজনক করে তোলা হবে। শুধু তাই নয় লাইসেন্সে লেখা থাকবে নাম, ঠিকানা এবং ব্লাড গ্রুপও। এর থেকেও আরও বড় ব্যাপার হলো যদি লাইসেন্সের উপভোক্তা অর্গান ডোনেট করতে সক্ষম থাকেন অর্থাৎ চোখ বা বডির কোন অঙ্গ ডোনেট করতে চান তাহলে সেই ব্যাপার ড্রাইভিং লাইসেন্সে উল্লেখ করা থাকবে।আগে যেমন কোন রাজ্যের চালক অন্য রাজ্যে গেলে ট্রাফিক পুলিশদের গাড়ির চালকদের সম্পূর্ণ তথ্য জানার জন্য নানা রকম সমস্যার সম্মুখীন হতে হতো।


But after the launch of the project in the year 2019, there will be no problem. From this time on, the driving license will be issued with a specific number and the number can be retrieved by the driver's complete information, along with the name of the vehicle being mentioned in the driving license. It is said that if the car driver takes a loan for the car, then it will be mentioned in the card. There will also be 'QR CODE' scanner.Where it is said, it is very easy to communicate with the help of this scanner.

কিন্তু পরবর্তী সময়ে ২০১৯ এ প্রকল্পের সূচনার পর থেকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবার থেকে ড্রাইভিং লাইসেন্সে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং সেই নাম্বারের দ্বারা চালকের সম্পূর্ণ তথ্য বার করে নেওয়া যাবে,এর সঙ্গে ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে বাহনটির নাম উল্লেখ করা থাকবে। এমনটি বলা হচ্ছে যে গাড়ির চালক যদি কোন লোন নিয়ে থাকে গাড়ির জন্য , তা হলে সেটিও ওই কার্ডের মধ্যে উল্লেখ করা থাকবে। তাছাড়াও থাকবে ‘QR CODE’ স্ক্যানার । যেখানে বলা হচ্ছে , এটি স্ক্যানের দ্বারা যত রকমের সাহায্যকারী সংস্থা আছে সেগুলো সাথে খুব সহজেই যোগাযোগ করা যাবে।

No comments:

Post a Comment